হাঙ্গেরী,বুদাপেস্টের প্রধান ট্রেন স্টেশান বন্ধ করে দেওয়ায় শত শত অভিবাসি,আটকিয়ে পড়েছেন

s

হাঙ্গেরী কতৃপক্ষ বুদাপেস্টের প্রধান ট্রেন স্টেশানটি বন্ধ করে দিয়েছে আর তাতে করে শত শত অভিবাসি, পথিমধ্যে আটকিয়ে পড়েছেন- এসব অভিবাসির অধিকাংশই সংঘাত বিক্ষুদ্ধ মধ্যপ্রাচ্যের এলাকাগুলো থেকে আগত- অস্ট্রিয়া এবং জার্মানী যাওয়ার চেষ্টা করছে, এমনি সব লোকজন। শত শত পুলিশ কর্মি পাহারা দিয়ে ঐসব অভিবাসিকে ইস্টার্ণ রেল স্টেশানের ভেতর থেকে বের করে দিচ্ছে-এবং আজ মঙ্গলবার তাদেরকে ওখানে আর ঢুকতে দেয়নি তারা - লাউড স্পীকারে ঘোষনা দিয়ে যাত্রি সকলকে স্থানত্যাগের নির্দেশ দেওয়া হয়।

দিনের প্রথম ভাগের মতো সংঘাত-সংঘর্ষ আর হয়নি। সকালের দিকে শত শত লোক ঠেলাঠেলি করে ভিয়েনাগামি ট্রেনে ওঠার চেষ্টা করেছিলো- কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয়।

অস্ট্রিয়া কতৃপক্ষ জানাচ্ছে-সর্বমোট ৩ হাজার ৬ শ’ ৫০ অভিবাসি,ভিয়েনা পৌঁছোয় সোমবারদিন । এ বছর এর আগে একদিনে এতো অভিবাসি আর কখনো ভীয়েনা পৌঁছোয় নি।সবাই এঁরা য়ুরোপিয় য়ুনিয়নে আশ্রয় পেতে চাইছেন।