ব্রিটিশ কর্মকর্তা বলেছেন ৫ লক্ষ মানুষ, ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় অপেক্ষা করছে

Illegal migrants who attempted to sail to Europe, sit in a boat carrying them back to Libya, after their boat was intercepted at sea by the Libyan coast guard, at Khoms, Libya May 6, 2015. Libya's coast guard detained on Wednesday almost 600 illegal Afric

এক ব্রিটিশ কর্মকর্তা বলেছেন লিবিয়া থেকে প্রায় ৫ লক্ষ মানুষ, ইউরোপে আরও ভাল জীবন যাপনের প্রত্যাশায়, এই গ্রীস্মে, ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর অতিক্রম করার পরিকল্পনা করছে।

ব্রিটিশ রণতরী HMS Bulwark এর ক্যাপ্টেন নিক কুক প্রিস্ট বলেছেন এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে লিবিয়ায় সাড়ে চার থেকে ৫ লক্ষ অভিবাসী প্রত্যাশী সীমান্তে এখনও অপেক্ষা করছে ভূমধ্যসাগর অতিক্রম করার আশায়।

রবিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়, অন্তত ৫০০ অভিবাসীকে উদ্ধার করার জন্য সেখানে বুলওয়ার্ক রণতরী পাঠায়। তার আগে একটি হেলিকপ্টার অভিবাসীদের নিয়ে চারটি বিপদগ্রস্ত নৌযানের সন্ধান পায়।

এছাড়াও রবিবার ইটালীর একটি উপকূলরক্ষী জাহাজ লিবিয়ার তীর থেকে তিনটি পৃথক কার্যব্যবস্থায় ৩১৬জন অভিবাসীকে উদ্ধার করে এবং ল্যাম্পেডুসায় নোঙর করে।