তথাকথিত বলকানবর্তী যে পথ ধ‘রে যাচ্ছিলো বহু অভিবাসি সে পথ এখন পুরোদস্তুর বন্ধ হ’চ্ছে

স্লোভ্যানিয়া,ক্রোয়েশিয়া ও সার্বিয়া জানিয়ে দিয়েছে আশ্রয় প্রার্থনার আবেদন করা নেই এমোন আর কোনো অভিবাসিকে তারা তাদের সীমান্ত অতিক্রম করতে দেবেনা।এতে করে পশ্চিম য়ুরোপের বিত্তশালী দেশগুলোর পানে তথাকথিত বলকানবর্তী যে পথ ধ‘রে যাচ্ছিলো বহু অভিবাসি সে পথ এখন পুরোদস্তুর বন্ধ হ’চ্ছে।

স্লোভ্যানিয়া জানিয়ে দিয়েছে- মঙ্গলবার মাঝরাত থেকে নতুন এ বন্দোবস্ত তারা বলবৎ করছে। ক্রোয়েশিয়া ও সার্বিয়াও একই পন্থা অবলম্বন করতে চলেছে বলে জানিয়েছে।

সোমবার ব্রাসেলসে য়ুরোপিয় য়ুনিয়নের বৈঠকে যে ফরমান প্রণীত হয় স্লোভ্যানিয়ার এ পদক্ষেপ তারই সঙ্গে সঙ্গতিপুর্ণ। ঐ ফরমানে বলা হয়-শেঙ্গেন চুক্তির উন্মুক্ত সীমান্ত বলবত করণ পানে য়ুরোপিয় য়ুনিয়নভুক্ত দেশগুলোকে ফিরতে হবে অবশ্যই। ফরমানে বলা রয়েছে- বিশেষ কোনো দেশে আশ্রয় প্রার্থনার কোনো পরিকল্পনা নেই, এমোন দেশের ভেতরে প্রবেশ দেশটি রুদ্ধ করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে- পশ্চিমমুখি অভিযাত্রায় প্রায় চার লক্ষ ৭৮ হাজার অভিবাসি স্লোভ্যানিয়ায় প্রবেশ করেছেন – অথচ ঐ দেশটিতে আশ্রয় প্রার্থনার আবেদন করেছেন মাত্রই চার শ’ ষাইট অভিবাসী।