ইউরোপীয় ইউনিয়ন ইটালীয় নাগরিক এবং নেদারল্যান্ডসের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত তেভেলা সিজারের হত্যাকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে। ব্রাসেলস থেকে ২৮টি ইউরোপীয় দেশের ওই সংস্থাটি এক বিবৃতিতে ওই আহবান জানায়। ঢাকায় ইটালীয় দূতাবাস লাল হরফে লেখা এক সতর্ক বার্তা জারি করেছে তার নাগরিকদের জন্য, যাতে চলাফেরার ক্ষেত্রে সীমিত অবস্থা আরোপের তাগিদ দেয়া হয়েছে। ইটালীয় রাষ্ট্রদূত বুধবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন।
সাক্ষাত শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, এই হত্যাকান্ড ইসলামিক স্টেট বা আইএস-এর কর্ম নয়, প্রাথমিকভাবে ইটালীও তা স্বীকার করেছে। নিরাপত্তার কারণে অস্ট্রেলীয় ক্রিকেট দলের ঢাকা সফর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এবং ক্রিকেট অস্ট্রেলিয়া তার ক্রিকেট দলের সদস্যদের ঘরোয়া ক্রিকেট খেলায় ফিরে যাওয়ার জন্য বলেছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ইটালীয় নাগরিক হত্যাকান্ডের জন্য দেশে গণতন্ত্র ও সুশাসনের অভাব এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করেছেন।
Your browser doesn’t support HTML5