জাতিসংঘ বলেছে এরিট্রিয়ায় ব্যাপক ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে

Map of Eritrea

Map of Eritrea

জাতিসংঘের এক কমিশন তাদের রিপোর্টে বলেছে এরিট্রিয়ার সরকারের কর্তৃত্তের অধীনে “সুপরিকল্পিত, ব্যাপক হারে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।” বিস্তারিত এই রিপোর্টে বলা হয়েছে যারা মূলত এর জন্য দায়ী তাদের মধ্যে আছেন দেশের প্রেসিডেন্ট।

এরিট্রিয়া বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিশন বলেছে তারা এরিট্রিয়া সফর করতে পারেনি এবং সরকারের কাছে তারা তথ্যের জন্য যে অনুরোধ জানিয়েছে, এক বছর ধরে এই প্রক্রিয়া চলা কালীন তারা সরকারের কাছ থেকে কোন জবাব পায়নি। এই রিপোর্টে ৫৫০টি সাক্ষাৎকার এবং ১৬০টি লিখিত আবেদন পত্র জমা দেওয়া হয়।

কমিশন বলেছে এরিট্রিয়ানদের জন্য আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন আছে এবং তারা শরনার্থীদের সাহায্য করার জন্য দীর্ঘ মেয়াদি সমাধান প্রণয়নের আহ্বান জানান বিশ্বের প্রতি।