যুক্তরাষ্ট্রে নির্বাচন ঘিরে উদ্বেগ ও উত্তেজনা 

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জনগণের মাঝে এখন তীব্র উদ্বেগ আর উত্তেজনা বিরাজ করছেI ম্যারিল্যান্ডের 'জুলি' নামের এক বাইডেন সমর্থক বলেন, "উচ্চ মাত্রার উদ্বেগের কারণে, ভালো করে ঘুমুতে পারছিনা, অবসাদগ্রস্ত হয়ে পড়েছি ;কারণ ট্রাম্প যদি পুনর্নির্বাচিত হন, জানিনা না কি ভাবে তা মেনে নেবোI এ ব্যাপারে কিছু ভাবতে চাইনা, বলতে চাইনা বা পড়তেও চাইনা" I

আমেরিকার মনস্তাত্ত্বিক এসোসিয়েশন'র রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৬৮% প্রাপ্ত বয়স্করা এই প্রেসিডেন্ট নির্বাচনকে তাদের জীবনে এক উদ্বেগের কারণ বলে ভাবছেনI রিপোর্টে বলা হয়, এটা এখন দ্বিদলীয় এক উদ্বেগ, যেমন ৭৫% ডেমোক্র্যাটস, ৬৭ % রিপাবলিকান এবং ৬৪% স্বতন্ত্র ভোটাররা, কে জয়ী হবেন, তাই নিয়ে এখন, চরম উদ্বেগে দিন কাটাচ্ছেনI