বিএনপি বলেছে: গণতন্ত্র ভূলুণ্ঠিত, আওয়ামীলীগের দাবী, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে

বুধবার অনুষ্ঠিত দেশের প্রথম দলীয় ভিত্তিক পৌরসভা নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবী করেছে, অতীতের যে কোন নির্বাচনের চেয়ে এবারের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে অপরদিকে সরকার বিরোধী বিএনপি বলেছে পৌরসভায় প্রহসনের সাজানো নির্বাচনের কারণে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে।

নির্বাচন শেষ হওয়ার পরপরই ঢাকায় এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলাম অভিযোগ করেন পৌরসভা নির্বাচন এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য বিএনপি'র একটি গভীর ষড়যন্ত্র ছিল এবং তাদের এ ষড়যন্ত্রকে জনগণ ও ভোটাররা নস্যাৎ করে দিয়েছে।

তার আগে, রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আগেই আশঙ্কা করেছিলাম সরকার নীল নকশার নির্বাচন করবে এবং আমাদের আশঙ্কা সত্য প্রমানিত হয়েছে।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৫৭টি পৌরসভায় সকল কেন্দ্র দখল করা হয়েছে এবং বলেন, এ থেকেই আপনারা বুঝে নিতে পারেন নির্বাচনের পরিণতি কি হবে ।

এদিকে, নির্বাচন কমিশন বলেছে তারা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন পর্ব নিয়ে সন্তুষ্ট।

Your browser doesn’t support HTML5

বিএনপি বলেছে: গণতন্ত্র ভূলুণ্ঠিত, আওয়ামীলীগের দাবী নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে