উত্তর ভারতে কৃষকদের আন্দোলন চলাকালে ৮জন নিহত

৪ঠা অক্টোবর ২০২১ গাড়ি চাপায় ৪জন কৃষকের মৃত্যুর প্রতিবাদকারী একজন সক্রিয়বাদীকে আধাসামরিক বাহিনী আটক করে, ছবি মনীশ স্বরূপ/এপি

ভারতের উত্তর প্রদেশে রবিবার বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় ৪ জন কৃষকসহ ৮জনের মৃত্যু হলে উত্তেজনা ছড়িয়ে পরেI

ভারতে দীর্ঘদিন ধরে চলা কৃষকদের বিক্ষোভ যা সরকার ও কৃষক নেতাদের মধ্যেকার অচলাবস্থার কারণে ১বছর সময় ধরে ক্ষোভের সৃষ্টি করেছে, এই ঘটনা যেন তা আরো তীব্র করলোI

প্রতিবাদকারীদের অভিযোগ যে লখিমপুর খেরি শহরে ভারতের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র'র সঙ্গে সম্পর্কযুক্ত মোটর শোভাযাত্রা ২জন কৃষককে চাপা দিলে, তাদের মৃত্যু হয়I তারা জানাচ্ছেন মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে কৃষকদের পিষ্ট করলে তারা মারা যানI

তবে মন্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং জানান, কৃষকেরা গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেনI

কর্মকর্তারা জানান, সংঘাতের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির ৩জন সদস্য ও গাড়ির চালক নিহত হয়েছেনI সামাজিক মাধ্যমের ভিডিওতে একটি গাড়ি আগুনে জ্বলতে দেখা যায়I

উত্তরাঞ্চলীয় তিনটি রাজ্যের মধ্যে উত্তর প্রদেশ অন্যতম যেখানে কৃষকেরা ৩টি আইন, যা ব্যক্তিগত কোম্পানি বা সংস্থাগুলির কাছে তাদের উৎপাদিত কৃষি পণ্য বিক্রয় উন্মুক্ত করেছে তা বন্ধের দাবিতে আন্দোলন করছে I সরকারের তরফ থেকে জানানো হয় যে বাজার-বান্ধব এসব সংস্কার কৃষিখাতকে আরো আধুনিক ও উজ্জীবিত করে তুলবেI তবে কৃষকদের আশংকা সংস্থাগুলি তাদের পণ্যের দাম কমিয়ে আনবে এবং চূড়ান্তভাবে তারা তাদের জমি বিক্রি করতে বাধ্য হবেনI

রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটে যাওয়া এসব সহিংসতা কৃষক সমাজের সঙ্গে সরকারের পুনরায় সংলাপে বসার গুরুত্বকেই তুলে ধরছেI