করোনা দুর্যোগের মধ্যেই বাংলাদেশে শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী।
এই দিনে মহানবী হজরত মোহাম্মদ (সা.) জন্ম গ্রহণ এবং মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে ইসলামি সংগঠনগুলো বর্ণাঢ্য সমাবেশ ও মিছিল বের করে। এ সকল সমাবেশে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রর ইসলাম বিরোধী বক্তব্য ও তাঁর সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় মহানবী(সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ এবং ফরাসি সরকারের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। সমাবেশ-মিছিল ছাড়াও দিনটি উপলক্ষে সারা দেশে সরকারি এবং বেসরকারি ভাবে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই পবিত্র দিনে বাংলাদেশ তথা সারা বিশ্বের মুসলিমদের কি প্রত্যাশা হওয়া উচিৎ সে সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল ইসলাম ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন বর্তমানে বিশ্ব ব্যাপী যে সংকট চলছে তা থেকে মুক্তির জন্য ইসলামের আদর্শকে সমুন্নত রাখতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বানীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
Your browser doesn’t support HTML5