মিশরের প্রেসিডেন্ট নিজেকে নিজেই সর্বময় ক্ষমতার অধিকারী করলেন


মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি একটি আদেশ জারি করেছেন যার ফলে তিনি নিজেকে নিজেই ব্যাপক ক্ষমতা দিয়েছেন এবং সেই সব সাবেক কর্মকর্তাদের আবারও বিচার করার নির্দেশ দিয়েছেন যারা প্রেসিডেন্ট হোসনে মুবারকের বিরুদ্ধে গণবিপ্লবতে সহিংস উপায়ে দমন করার চেষ্টা করেছিলেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে মি মোরসির মুখপাত্র বৃহস্পতিবার তার এক বিবৃতি পড়ে শোনান যেখানে তিনি ঘোষণা করেন যে তার সিদ্ধান্তগুলোর ব্যাপারে আদালতে কিংবা অন্যকোন কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে না । আর এর ফলে তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে স্থাপন করলেন।

মুখপাত্রটি আরও বলেন যে মুবারক আমলের কর্মকর্তারা ২০১১ সালের গণঅভুত্থানের সময়ে বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবারও বিচারের স্মুখীন হবেন। এই পদক্ষেপ নেওয়া হলে মুবারককেও আবার বিচারের মুখোমুখি হতে হবে। হত্যাকান্ড বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারণে এই ক্ষমতাচ্যুতপ্রেসিডেন্টকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। তবে দূর্নীতির অভিযোগে তিনি শাস্তি এড়িয়ে গেছেন।

বৃহস্পতিবারের এই আদেশের বলে মি মরসি মুবারক আমলের সরকারী প্রকৌশলী আব্দেল মাগিদ মাহমুদকে বরখাস্ত করেন ।