মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক সেপ্টম্বর পর্যন্ত ক্ষমতায় থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন

Egyptian President Hosni Mubarak makes a televised statement to his nation in this image taken from TV that aired Feb. 10, 2011

মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারাক বৃহষ্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, সেপ্টম্বরে নির্ধারিত নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া পর্যন্ত তিনি ক্ষমতা ছেড়ে দেবেন না। তিনি বলেন কিছু ক্ষমতা মিশরের ভাইস প্রেসিডেন্টকে দেওয়া হচ্ছে।

মি মুবারাক বলেন শান্তিপূর্ন ভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি হাজার হাজার সরকার বিরোধী প্রতিবাদকারীদের দাবী মেনে নিতে অস্বীকার করেন।প্রতিবাদকারীরা টানা ১৭ দিন ধরে রাস্তায় বিক্ষোভ করছে তার তাত্ক্ষনিক পদত্যাগের জন্য।

মি মুবারাক বলেন তিনি জরুরী আইন প্রত্যাহার করবেন যখন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে।

রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভকারীরা মুবারকের ক্ষমতা ছাড়ার দাবীতে স্লোগান দিতে থাকে।