মিশরের নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময়সীমা একদিন বাড়িয়েছে

জনশূণ্য ভোটকেন্দ্র

মিশরের নির্বাচন কমিশন, তাঁদের প্রেসিডেণ্ট নির্বাচনের ভোটগ্রহণের জন্যে সময়সীমা আরো একদিন বাড়িয়েছে যাতে আরো ভোটাররা ভোট দিতে পারেন। আশা করা হচ্ছে, সামরিক বাহিনীর প্রাক্তন প্রধান আব্দেল-ফাতা আল সিসি এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন।

মঙ্গলবার, ঐ দুদিনব্যাপী ভোটগ্রহণ শেষ হবার কথা ছিল। কিন্তু সোমবারের ভোটে দেখা গেছে, যথেষ্ট ভোট পড়েনি। দেশটিতে ৫কোটি ৪০লক্ষ তালিকাভুক্ত ভোটার রয়েছে।

ভোটার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী, ইব্রাহিম মাহলাব, মঙ্গলবার জাতীয় ছুটির দিন ঘোষণা করেছেন। ওদিকে, বিচার মন্ত্রনালয় মিশরীয়দের হুশিয়ার করে দিয়ে বলেছেন, যারা ভোটদান থেকে বিরত থাকবে, তাদেরকে ফাইন দিতে হবে।

সিসির বিজয়ের গ্রহণযোগ্যতার জন্যে অধিক ভোটারের উপস্থিতিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হচ্ছে।