মিশরের আদালত ইসলামপন্থীদের প্রভাবাধীন প্যানেল খারিজ করে দিয়েছে

মিশরের আদালত ইসলামপন্থীদের প্রভাবাধীন প্যানেল খারিজ করে দিয়ে যে প্যানেলের ওপর নতুন করে দেশটির সংবিধান রচনার দায়িত্ব ন্যস্ত ছিলো । এ রায় ঘোষনা করা হয়েছে আজ মঙ্গলবারেই , আইনজিবী ও উদারপন্ধী রাজনৈতিক দলগুলোর তরফের অভিযোগ উত্থাপিত হবার পর । অভিযোগকারীরা বলছেন – নতুন সংসদে ইসলামপন্থীদের সংখ্যাদরিষ্ঠতা প্যানেলের অধিকাংশ আসন নিজেদের মধ্যে এবং সমমনাদের ভেতরে ভাগ বাঁটোয়ারা করে ক্ষমতার অপব্যবহার করেছে । এক শ’ সদস্যের ঐ প্যানেল থেকে উদারপন্থী ও বাম ঘরানার দলগুলোর অনেক সদস্যই , ইসলামপন্থীরা প্রক্রিয়ার ওপর আধিপত্য খাটানোর চেষ্টা করছে এ অভিযোগ তুলে নিজেদেরকে প্যানেল থেকে প্রত্যাহার করে নেন । নতুন সরকার গঠনের অভিষ্ঠ লক্ষে পৌঁছুতে এই নতুন সংবিধান রচনা মিশরের জন্যে অতীব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ।