মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি বলেছেন তিনি হত্যাযজ্ঞ এবং নাশকতামূলক তৎপরতা সহ্য করবেন না। তিনি বলেন সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বহু “গুন্ডা” কাজ করছে।

বৃহস্পতিবার মোহাম্মদ মোরসি জাতীয় টেলিভিশনে ভাষণ দেন এবং রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভে যারা হতাহত হন তাদের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন দেশের সাংবিধানিক সঙ্কট নিরসনের একমাত্র সমাধন হচ্ছে সংলাপ।

তিনি বলেন বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে ৭জন নিহত হন আর আহত হন ৭০০ বেশি মানুষ।