মিশরে সংসদ নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন হবে

মিশরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেছেন তিনি রাজনৈতিক অন্তর্বর্তী পরিকল্পনা সংশোধন করবেন যাতে নতুন সংসদ নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিশ্লেষকরা বলছেন ওই পরিবর্তনের ফলে সেনা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আবদেল ফাতাহ এল সিসির কয়েক মাসের মধ্যেই মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে গেল।

গত জুলাই মাসে গণ বিক্ষোভের প্রেক্ষিতে মিশরের সামরিক বাহিনীর হাতে ইসলামিক প্রেসিডেণ্ট মোহামেদ মোরসির ক্ষমচ্যুত হওয়ার পর যে পথচিত্রের ব্যাপারে সবাই একমত হয়েছিলেন তাতে প্রথমে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

রোববার সম্প্রচারিত এক টেলিভিশনে ভাষণে অন্তর্বর্তী প্রেসিডেণ্ট আদলি মনসুর এই পথচিত্র পরিবর্তনের ঘোষণা দেন। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সাম্প্রতিক বৃদ্ধি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা হবে না।

মিশরীয় কর্মকর্তারা বলেছেন, শনিবার হোসনি মুবারাকের পতনের তৃতীয় বার্ষিকী উদযাপন কালে সংঘর্ষে অন্তত ৪৯ জন মারা গেছে।