ইউরোপীয় ইউনিয়ন চীনকে বলেছে সেখানে বিবিসি নিষিদ্ধকরণ প্রত্যাহার করা হোক

বার্তা সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে, চীন যেন বিবিসি ওয়ার্ল্ড নিউজ টেলিভিশন চ্যানেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। ব্রিটেন চীনের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন CGT এর লাইসেন্স প্রত্যাহার করে নেওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে চীন এই পদক্ষেপ নিয়েছে।

আজ ইউরোপীয় ইউনিয়নের এক বিবৃতিতে বেইজিং এর এই প্রধানতঃ প্রতীকি ব্যবস্থাকে মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের নাগাল পাওয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ বলে অভিহিত করেছে। ই.ইউ আরও বলে যে, এটি চীনা সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার লংঘন। তারা বলে যে হংকং এর এই ঘোষণা যে তাদের সরকারী বেতার, বিবিসির সম্প্রচার বন্ধ করে দেবে সেটি এ কথাই প্রমাণ করে যে কি ভাবে এই আধা স্বায়ত্বশাসিতঃ চীনা অঞ্চলের অধিকার ও স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে।

ব্রিটেন যদিও এখন ইউরোপীয় ইউনিয়নে নেই, ব্রিটেন এখনও কাউন্সিল অফ ইউরোপে রয়েছে যা কীনা সম্প্রচারের লাইসেন্সের সঙ্গে সম্পৃক্ত ১৯৮৯ সালের চুক্তির তদারকি করে থাকে।