করোনা সংকটের কারনে বড় ধরনের ধাক্কা এবং ক্ষতি কাটিয়ে বাংলাদেশের ব্যবসা-বানিজ্যসহ সামগ্রিক অর্থনীতি গত বছরের শেষ তিন মাসে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কাঙ্খিত পর্যায়ের অনেক পেছনে রয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা ’’সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিং’’ বা সানেমের সদ্য প্রকাশিত গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে।

দেশের ৫০২টি ব্যবসা ও বানিজ্যিক প্রতিষ্ঠানের ওপর পরিচালিত জরিপে বলা হয়েছে, ১৬ শতাংশ প্রতিষ্ঠান দৃঢ়ভাবে ব্যবসায় ফিরে আসতে পেরেছে। বাকি প্রতিষ্ঠানগুলো ব্যবসা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বলছে, বিভিন্ন দেশে পণ্য রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মানুষের আয় কমে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারেও অতীতের গতি ফিরে আসেনি।
Your browser doesn’t support HTML5
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কাঙ্খিত পর্যায়ের অনেক পেছনে

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারের শ্লথ গতি সম্পর্কে বিশ্লেষণ করেছেন সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান।
ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রত্যাশা অচিরেই অর্থনীতি পুনরুদ্ধারের গতি স্বাভাবিক গতি হয়ে আসবে।