নির্বাচন কমিশন পুর্নগঠন প্রশ্নে প্রেসিডেন্ট কর্তৃক গঠিত সার্চ কিংবা অনুসন্ধান কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে এবং তারা শনিবার প্রথম দফা বৈঠক করেছেন। নির্বাচন কমিশন গঠন বিষয়ে প্রেসিডেন্টের সাথে যেসব রাজনৈতিক দল সংলাপ করেছে, তাদের প্রত্যেকের কাছে, আগামী নির্বাচন কমিশনের জন্য ৫টি করে নাম চাওয়া হয়েছে। অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনের বিষয়ে মতামত বিনিময়ের জন্য ১২ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষতার কোনো আশা-ভরসা তারা দেখতে পাচ্ছেন না। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন গঠনের জন্য তিনি পুনরায় আহবান জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5