ইবোলা রোগ প্রতিরোধ বিষয় বিশেষ বৈঠক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে যে পশ্চিম আফ্রিকার যে তিনটি দেশে ইবোলা এখন মহামারীর আকার ধারণ করেছে সেখানেই এই রোগের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে I পশ্চিম আফ্রিকার এই তিনটি দেশে মহামারিতে এ যাবত ৪,৯০০ জন প্রাণ হারিয়েছেন I বিশ্ব স্বাস্থ সংস্থার জরুরি বৈঠকে জানানো হয় তিনটি দেশ, গিনি লাইবেরিয়া এবং সিয়েরা লীয়নে এই রোগ আয়ত্তে আনা সব চাইতে জরুরি, কারণ এখানে তা আয়ত্তে আনা গেলে বিশ্ব ব্যাপী তা ছড়িয়ে পরার ঝুকি থাকবে না I বৈঠকে জানানো হয় যে ওই সব দেশ থেকে যারা বাইরে যাচ্ছেন, তাদের বিমান বন্দর, সামুদ্রিক বন্দর এবং সীমান্ত পারাপারের সময় বিশেষ পরীক্ষার মাধ্যমে যেতে হবে I