রয়টার সংবাদ মাধ্যম জানায়, করোনা সঙ্কটের মাঝেই কঙ্গোর পশ্চিমাঞ্চলে আবারো ইবোলা মহামারী দেখা দিয়েছে I বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিষয়টি নিশ্চিত করা হয় I সংস্থার পরিচালক, ডাক্তার গেব্রেইসস বলেন, এই সংক্রমণ মনে করিয়ে দেয় যে, করোনা-মৃত্যুই শুধু এখন, বিশ্ব-স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ নয় I
কঙ্গোতে ইবোলা রোগে ২,২০০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে I