বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাইজেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নাইজেরিয়া এখন ইবোলা মুক্ত। গত ৪২ দিনে সেখানে কোন নতুন ইবোলা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, রুই গামা বলেছেন, এই ঘটনা এক বিরাট সাফল্য।

ইবোলার সংক্রমণ দেখা দেয়ার পর থেকে নাইজেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়েছে ২০জন, মারা গেছে ৮জন।

নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বলীয়ান নেতৃত্ব এবং সমন্বয়ের কারণেই তা সম্ভব হয়েছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেনেগালকে ইবোলামুক্ত ঘোষণা করে।

এদিকে, লাইবেরিয়ার প্রেসিডেণ্ট, এলেন জনসন সারলিফ দেশের সামগ্রিক স্বাস্থ্য অবকাঠামো তৈরিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আবেদন জানান। তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের বিপর্যয় ঠেকানো যায় সেজন্যে তা জরুরি। এ পর্যন্ত লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়ে সাড়ে ৪হাজার মানুষ মারা গেছে।

ওয়াশিংটন পোস্টকে, প্রেসিডেণ্ট সারলিফ বলেছেন, আন্তর্জাতিক ততপরতা ধীরগতিতে এগুচ্ছে। এবং এর ফলেই, তাঁর দেশে ইবোলা ভয়াবহ রূপ নিয়েছে, ও তা দেশের স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।