আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সোমবার ভূমিকম্পে অন্ততঃ ২২ জনের মৃত্যু ও কয়েকজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সার্ভে অনুযায়ী ৫ দশমিক ৩ মাত্রার ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল বাগদীশ প্রদেশের রাজধানী কালা ই নাও-র ৪০ কিলোমিটার পূর্বে।
আফগান সরকারি বাখতার সংবাদ মাধ্যম স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় যে নিহতদের মধ্যে মহিলা ও শিশুও আছে।অনুমান করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
হতাহত এবং ক্ষয়ক্ষতির বেশির ভাগ কাদিস শহরে হয়েছে, যেখানে বহু বসতবাড়ির ছাদ ভেঙ্গে পড়ে।
দারিদ্র্য পীড়িত আফগানিস্তান প্রায়শই ভূমিকম্প প্রত্যক্ষ করে থাকে, বিশেষত হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে,যা ইউরেশিয়া এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগ স্থলে অবস্থিত।
দক্ষিণ এশীয় দেশটি ইতিমধ্যেই বহু বছরের লড়াই, প্রাকৃতিক দুর্যোগ ও দীর্ঘস্থায়ী খরার কারণে মানবিক সঙ্কটে জড়িত। অগাস্ট মাসে ২০ বছর পর যুক্তরাষ্ট্র পরিচালিত আন্তর্জাতিক জোটবাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেয়া হয়। তারপর তালিবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলে সেই সঙ্কট আরো ঘনীভূত হয়।
[এই প্রতিবেদনের কিছু অংশ এএফপি থেকে পাওয়া]