ভারত, বাংলাদেশ, নেপালে ভূকম্পন অনুভূত হয়েছে রোববার সন্ধ্যায়। রিখটার স্কেলে ৬.৯ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের সিকিম থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা থেকে ৪৯৫ কিলোমিটার দূরে। ভারতের সিকিমে ৫ জন, বিহারে একজন এবং পঃ বঙ্গে একজন নিহত হবার খবর পাওয়া গেছে। নেপাল বলছে, সেখানে ৫ জন নিহত হয়েছে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেণ্ড। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও টঙ্গী, ফরিদপুর, জামালপুর, নীলফামারি, রংপুর এবং সিলেটসহ বিভিন্ন এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প শুরুর পর দেশের বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি ভবন হেলে পড়ারও খবর পাওয়া যায়।