স্বল্প আয়োজনে বোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজাসবাই উৎসব ও আনন্দে

মেতে ওঠে পূজার দিনগুলোতে কিন্তু এবার করোনা মহামারী সেই চিরায়িত দৃশ্যপট পাল্টে দিয়েছে।আজ বৃহস্পতিবার স্বল্প আয়োজনে বোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার

আনুষ্ঠানিকতা।এ সম্পর্কে মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর

রঞ্জন মন্ডল বলেন- ভক্তরা সুস্থ থাকুন ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন ঘরে বসেই মা‘কেডাকুন।পূজামণ্ডপে আসা ভক্তরা মায়ের কাছে বিশ্ববাসীর মঙ্গল কামনা করেন

পূজারীরা বলেন- মায়ের কাছে একটাই প্রার্থনা মা তুমি আমাদের আগের মতো করে দাও।প্রতিবছর আমরা যেভাবে আনন্দ উৎসব নিয়ে তোমার পূজা করে আসছি সামনের

দিনগুলো যেন সেভাবে পূজা করতে পারি।আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।এবার মা এসেছেন দোলায় চড়ে যাবেন গজে চড়ে।

Your browser doesn’t support HTML5

স্বল্প আয়োজনে বোধনের মধ্যে দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা