অভিনেতা শন পেন, মাদক পাচারকারী ইয়াকিন "এল চাপো" গুজম্যানের সাক্ষাৎকার নেন মেক্সিকোতে

A soldier mans his machine gun atop an armored vehicle in a checkpoint at the hometown of Joaquin "El Chapo" Guzman in the municipality of Badiraguato, in Sinaloa state, Mexico, Jan. 9, 2016.

আমেরিকান অভিনেতা শন পেন, মেক্সিকান মাদক পাচারকারী ইয়াকিন "এল চাপো" গুজম্যানের সাক্ষাৎকার নেন মেক্সিকোতে। গুজম্যানকে ধরার কয়েকমাস আগে ওই সাক্ষাৎকার নেওয়া হয়। Rolling Stone পত্রিকার ওয়েব সাইটে শনিবার রাতে ওই সাক্ষাৎকার পোস্ট করা হয়।মেক্সিকান কর্তৃপক্ষ গুজমানকে আটক করার একদিন পর ওই সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

গুজমান স্বেচ্ছায় দম্ভের সঙ্গে পেন কে বলেন যে তিনি পৃথিবীর যে কোন কারও চাইতে বেশি হেরোইন, মেটামেমফেটামিন, কোকেইন ও মারিওয়ানা সরবরাহ করতে পারেন। তিনি বলেন তার সাবমেরিন বহর, বিমান বহর, ট্রাক বহর এবং নৌযান আছে।। পেন বলেন গুজম্যান একেবারেই দুখিত নয়।

গুজম্যান তার মাদক সরবরাহ সম্পর্কে বলেন লোকজন মাদক সেবন করে বলেই মাদক বিক্রী হয়।