ইয়াবা কারবারিদের আত্মসমর্পনের আলোচনার মধ্যেই মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মাদক আইনের যেসব মামলায় নিম্ন আদালত এরইমধ্যে অভিযোগ আমলে নিয়েছে, সেসব মামলা আগামী ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
মাদক মামলায় তিন বছর ধরে কারাগারে আটক থাকা এক আসামির জামিন আবেদনের শুনানিকালে উচ্চ আদালত এ আদেশ দেন। এ ব্যাপারে তৎপর হতে সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিচারককে ব্যাখ্যা দিতে হবে। সরকারি আইন কর্মকর্তার কোন গাফিলতি থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে বিচারককে বলা হয়েছে। আসামি মিজানুর রহমানের জামিনও মঞ্জুর করেছে আদালত।
বাংলাদেশে গত বছর মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করে। এসময়ে মাদক আইনে এক লাখ ১৯ হাজার ৮৮৭টি মামলা দায়ের করা হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে মাদকবিরোধী অভিযানে আড়াই শতাধিক কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় ২৯২ জন নিহত হয়েছেন। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের মধ্যে ১৬ই ফেব্রুয়ারি কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ওই দিন প্রায় ২০০ জন ইয়াবাকারবারি আত্মসমর্পন করতে পারেন।
ওদিকে, মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পুলিশ সপ্তাহের এক অনুষ্ঠানে উধর্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, অনেক মামলা সময়মতো নিষ্পত্তি হয় না। এসব মামলার ওপর এমনভাবে নজরদারি করা উচিত যেন সঠিকভাবে দ্রুত নিষ্পত্তি হয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
Your browser doesn’t support HTML5