ডঃ নিনা আহমেদ ওবামা প্রশাসনে যোগ দিলেন

Dr. Nina Ahmad, Commissioner, President's Advisory Commission on AAPIs with family.

আজ এখানে ওয়াশিংটনে স্বরাষ্ট্র দফতরের কার্যালয়ে, ওবামা প্রশাসনের এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চল বিষয়ে কমিশনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।

Dr. Nina Ahmad

​কমিশনের অন্যতম সদস্য হচ্ছেন ডঃ নিনা আহমেদ। তিনি হলেন প্রথম বাংলাদেশি-আমেরিকান, যিনি ওবামা প্রশাসনে যোগ দিলেন।

এশীয় বংশদ্ভুত বিভিন্ন জাতির আমেরিকানদের সমাগম এই অনুষ্ঠানে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, কোরিয়া, জাপান, ফিলিপিন্স সহ এশিয়ার বিভিন্ন দেশের লোকজন এখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

VP Joe Biden at Asian American and Pacific Islander Heritage Month Opening Ceremony

ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন অনুষ্ঠানে যোগ দেন।

ডঃ নিনা আহমেদ বলেন তিনি খুব আনন্দিত ও কৃতজ্ঞ। তিনি বলেন তাদের প্রধান কাজ হচ্ছে প্রেসিডেন্ট ও কমিউনিটির মধ্যে সংযোগ রাখা এবং কমিউনিটির মধ্যে যে সব ইস্যু বা সমস্যা দেখা দেবে তার সমাধান খুজে বার করা।

সেখানে রয়েছেন সহকর্মী শাগুফতা নাসরীন কুইন স্টুডিও থেকে তার সঙ্গে এখন কথা বলছেন রোকেয়া হায়দার।

Your browser doesn’t support HTML5

এশীয় আমেরিকান কমিশন