সাইবার সিকিউরিটি বিষয়ে বিশেষজ্ঞ ড: মনসুর হাসিবের সাক্ষাৎকার

Dr. Mansur Hasib

আজকের বিশ্বে information বা তথ্য, ইন্টারনেট, কম্পিউটার এবং তা যেখানেই সুরক্ষিত রাখা হয়, তা computer hacker রা সংগ্রহ করতে সক্ষম হয়। এটা একটা বড় সমস্যা হয়ে দাড়িয়েছে।

সাইবার সিকিউরিটি (Cybersecurity) বিষয়ে বিশেষজ্ঞ এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, ড: মনসুর হাসিব, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে Cybersecurity বিষয়ে ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত ভাবে বলেন।

ড: মনসুর হাসিব বলেন কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা সুনশ্চিত না করলে, হ্যাকারদের জন্য আপনার ব্যক্তিগত ফাইল বা তথ্য সংগ্রহ করা খুব সহজ হয়।

তাঁর সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

ড: মনসুর হাসিবের সাক্ষাৎকার