ড: এহেসান রাহমান আসন্ন “ফিসক্যাল ক্লিফ” এর সম্ভাবনার বিষয়টির মূল্যায়ন করলেন

ড: এহেসান রাহমান

পয়লা জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে সরকারের ব্যয়সংকোচন এবং করবৃদ্ধির বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে। আর তা না হলে “ফিসক্যাল ক্লিফ” বা আর্থনীতিক ক্ষেত্রে অতি সংকট দেখা দেবে।

এসম্পর্কে অর্থনীতিবিদ ড: এহেসান রাহমান তার মতামত ব্যাক্ত করেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে।

ড: এহেসান রাহমান, এফডিআইসি বা ফেডারেল ডিপসিট ইনসরেন্স করপোরেশানে কাজ করেন।

তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

ড: এহেসান রাহমানের সাক্ষাৎকার