পয়লা জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে সরকারের ব্যয়সংকোচন এবং করবৃদ্ধির বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে। আর তা না হলে “ফিসক্যাল ক্লিফ” বা আর্থনীতিক ক্ষেত্রে অতি সংকট দেখা দেবে।
এসম্পর্কে অর্থনীতিবিদ ড: এহেসান রাহমান তার মতামত ব্যাক্ত করেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে।
ড: এহেসান রাহমান, এফডিআইসি বা ফেডারেল ডিপসিট ইনসরেন্স করপোরেশানে কাজ করেন।
তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।
এসম্পর্কে অর্থনীতিবিদ ড: এহেসান রাহমান তার মতামত ব্যাক্ত করেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে।
ড: এহেসান রাহমান, এফডিআইসি বা ফেডারেল ডিপসিট ইনসরেন্স করপোরেশানে কাজ করেন।
তার সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।
Your browser doesn’t support HTML5