করোনা মহামারির সঙ্গে লড়তে হলে এই ভাইরাস কিভাবে সংক্রমণ বিস্তার করে তার গতি-প্রকৃত আমাদের জানা যেমন জরুরী তেমনি এই রোগের নানা দিকগুলোও জানা দরকার।
ভ্যাক্সিন আবিষ্কারের চেষ্টা চলছে বিশ্বের নানা দেশে। ভ্যাক্সিন আবিষ্কারের পথ কতটা সুগম এবং এন্টিবডি কি এবং দেহে কতদিন কাজ করে সে সম্পর্কে আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের পালম্যুনারি এলার্জী এন্ড রিউমোটলজি বিভাগের প্রাক্তন পরিচালক এবং লাং এন্ড অটো-ইমিউন-লাং ডিজিজ বিশেষজ্ঞ ডঃ বদরুল চৌধুরীর সঙ্গে স্কাইপে কথা বলেছেন তাহিরা কিব্রিয়া।
Your browser doesn’t support HTML5