ইরাকে আত্মঘাতী আক্রমণে বহু লোক হতাহত

আজ ইরাকের রাজধানীর অদূরে হিল্লা শহরে একটি আত্মঘাতী আক্রমণে অন্তত ৪৭ জন নিহত এবং চল্লিশ জনের ও বেশি লোক আহত হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলছেন যে হামলাকারীরা বিস্ফোরক ভর্তি জ্বালানি ট্রাক নিয়ে বাগদাদের ১১৫ কিলোমিটার দক্ষিণে একটি তল্লাশি চৌকিতে ঢুকে পড়ে। সেখানে অনেকগুলো গাড়ি শহরে প্রবেশের জন্য অপেক্ষমান ছিল। হতাহতদের মধ্যে সামরিক ও আসামরিক লোকজন রয়েছে।

কথিত ইসলামিক স্টেট রোববারের ঐ বোমা আক্রমণের দায় স্বীকার করেছে । ২০১৪ সালে ইরাকের বিভিন্ন শহর দখল করে এখন ও তারা ইরাকের সরকারকের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ইরাকে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত দু হাজারের ও বেশি অসামরিক লোক সংঘাতে প্রাণ হারিয়েছে।