সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। একজন পশ্চিমা কুটনীতিক বলছেন, তিনটি বিষয়ে এখনও সমঝোতা হওয়া বাকি আছে। আর আলোচকরা চাইছেন, স্বনির্ধারিত সময়সীমার আগে এই বিষয়গুলোর নিষ্পত্তি করতে।
লোজানে এই কুটনীতিক প্রতিবেদকদের বলেছেন, ইরান এবং ৬ বিশ্ব শক্তি, কতদিন এই চুক্তি কার্যকর থাকবে, কত দ্রুত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এবং ইরান যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে কিভাবে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা চাপানো হবে, এ বিষয়ে এখনও কোন ফায়সালা করতে পারেনি।