কয়েকদিন ধরে কমবেশি বৃষ্টিপাত হচ্ছিল। কিন্তু মঙ্গলবার এবং বুধবারের কয়েক ঘন্টা মুষলধারের বৃষ্টিতেই রাজধানী ঢাকার নগর জীবন স্থবির হয়ে পড়েছে। ব্যহত হয়েছে সাধারণ জীবনযাত্রা। বহু রাস্তা পানির নিচে। অপেক্ষাকৃত নিম্নাঞ্চলের বাড়িঘরেও পানি উঠে গেছে। রাস্তাঘাটে দেখা দিয়েছে দীর্ঘ সময়ের যানজট। বহু শিক্ষা প্রতিষ্ঠান বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যেও যারা জরুরি কাজে বেরিয়েছেন তারা বললেন, তাদের কষ্টের কথা।
এদিকে, জলাবদ্ধতারোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, আগামী বর্ষার মওসুমের মধ্যেই পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।...ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5