ঢাকার দুটি সিটি কর্পোরেশনের প্রচার অভিযান এখন পুরোদমে চলছে। অবশ্য বিরোধী প্রার্থিরা ভয় আর আতঙ্কের অভিযোগ করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থিরা । তবে অধিকাংশ ভোটাররাই এ ব্যাপারে কোন প্রতিশ্রুতি দিচ্ছেন না।
উত্তরে আওয়াসি লীগের আনিসুল হক আর বিএনপির তাবিত আওয়াল। দক্ষিণে আওয়ামি লীগের সাঈদ খোকন মাঠে রয়েছেন, বিএনপি ‘র প্রার্থি মির্জা আব্বাস এখন ও মাঠে নামেননি। মামলার কারণে তিনি মাঠে নামতে পারছেন না। বুধবার দুপুরে তিনি উচ্চ আদালতে গিয়েছিলেন । হাইকোর্টের একটি বেঞ্চের বিভক্ত রায় হওয়ায় মির্জা আব্বাসকে আরও অপেক্ষা করতে হবে। মির্জা আব্বাস অবশ্য মিডিয়ার সামনে কথা বলেছেন , হয়রানির অভিযোগ এনেছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী :
Your browser doesn’t support HTML5