কলকাতা সহ গোটা রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়াল। এ পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২০৫ জনে। ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্তারা আলোচনায় বসেছেন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে কাতারে কাতারে লোক রাজ্যের বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হচ্ছেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি সাংবাদিকদের বলে ডেঙ্গু মূলত হয় চার রকমের তবে এবছর এক নতুন রকমের ডেঙ্গু দেখা দিয়েছে। এখনই উদ্বেগের কিছু না থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিশ্বরঞ্জন শতপথি।
Your browser doesn’t support HTML5