শুক্রবার প্রত্যুষে উত্তরাঞ্চলীয় ইরানে ৫.১ মাত্রার ভূ-কম্পনে লোকজন ঘরবাড়ি ছেড়ে পালতে বাধ্য হনI এর পরপরই আরো ৪০টি মৃদু ভূ-কম্পন অনুভূত হয়; তবে ক্ষয়ক্ষতি বড় মাপের না হলেও দুজনের মৃত্যু এবং ৩৮জন আহত হয়েছেন বলে খবরে প্রকাশI
যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে জানায়, এর কেন্দ্রবিন্দু ছিল বরফ আচ্ছাদিত দামাভান্ড পর্বত I কর্মকর্তারা জানান, পর্বতটি আগ্নেয়প্রবণ হলেও, অগ্নুৎপাতের কারণে এই ভূকম্পন হয়নিI