বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বছরব্যাপী প্রচেষ্টাকে নাকচ করে দিয়েছে যা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসা লক্ষ লক্ষ অনথিভুক্ত অভিবাসীকে বহিস্কার করা থেকে রক্ষা করেছে। রক্ষণশীল প্রধান বিচারপতি জন রবার্টসের লেখা এই রায়ে যোগ দিয়েছেন আদালতের চারজন উদারনৈতিক বিচারপতি যেখানে বলা হয়েছে, ভবিষ্যতের জন্য, শৈশবে আগমনের জন্য স্থগিত পদক্ষেপ বা ডাকা প্রোগ্রাম বলবত থাকবে এবং ৭০০,০০০ অনথিভুক্ত অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার সুযোগ পাবে। ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার জারি করা একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়। "ড্রিমারস" নামে পরিচিত ডাকা প্রাপক এর বেশীরভাগ মেক্সিকো এবং মধ্য আমেরিকা থেকে আগত যাদেরকে স্বাস্থ্য বীমা এবং ড্রাইভিং লাইসেন্সের মত সুবিধা পাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যিনি ডাকা এবং অবৈধ অভিবাসন বন্ধ করার জন্য প্রচারণা চালিয়েছিলেন, তিনি ২০১৭ সালে এই কর্মসূচী কে অবৈধ অভিহিত করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে এটি বন্ধ করে দিতে বলেন।