ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসে কাগজপত্রবিহীন অভিবাসি হয়ে বড় হওয়া ৮ লক্ষ ছেলেমেয়েদেরকে ডাকা নামক একটি কর্মসূচীর আওতায় সাময়িকভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ঐ কর্মসূচী বাতিলের ঘোষণা দেন। বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলেন বিষয়টি নিয়ে। বুধবারের ঐ বৈঠকের সিদ্ধান্ত এবং ডাকা কর্মসূচীর বিভিন্ন দিক নিয়ে এ্যাটর্নী মইন চৌধুরীর সঙ্গে কথা বলে রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
Your browser doesn’t support HTML5