ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ কিউবার ওপর আরোপিত পাঁচ দশকের বিধিনিষেধ তুলে নেবার জন্যে সোমবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান এবং একই সঙ্গে কমিউনিস্ট দেশটির অর্থনীতির সংষ্কারের লক্ষে পরিচালিত নিরন্তর উদ্যোগের ব্যাপারে ফ্রান্সের সমর্থনের কথাও ব্যক্ত করেন।
মি:ওলান্দ হাভানা গিয়ে পৌঁছোন সোমবারেই। কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই গেলো ডিসেম্বরেই পাঁচ দশকের ঠান্ডা লড়াই সংশ্লিষ্ট তিক্ততার অবসান ঘটিয়ে তোলার যে আহ্বান জানান,তার পর হাভানা সফরে গেলেন পশ্চিমা বিশ্বের প্রথম কোনো নেতা ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ। মি:ওলান্দ তাঁর সফরকালে কিউবার সঙ্গে বেশ কিছু বানিজ্যিক ও শিক্ষা সংশ্লিষ্ট চুক্তি সাক্ষর করেছেন।