ফ্রান্সের প্রেসিডেণ্ট ফ্রাঁসোয়া ওলন্দ রোববার রাতে কিউবা এসে পৌঁছন। তিনি হলেন প্রথম ফরাসী প্রেসিডেণ্ট যিনি এই কমিউনিস্ট রাষ্ট্রটি সফর করছেন।
হাভানার হোসে মার্টির আন্তর্জাতিক বিমানবন্দরে উপপররাষ্ট্র মন্ত্রী রোগেলিও সিয়েরা এবং কিউবার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, আমি অনেক উতসাহ উদ্দীপনা নিয়ে আজ সন্ধ্যায় কিউবায় এসে পৌঁছুলাম। প্রেসিডেণ্ট রাউল ক্যাস্ট্রো ইটালি থেকে ফিরলে তিনি তাঁর সঙ্গে সোমবার সাক্ষাত করবেন। প্রেসিডেণ্ট ক্যাস্ট্রো ঐ সফরের অংশ হিসেবে ভ্যাটিকেনে পোপ ফ্রান্সিসের সঙ্গেও কথা বলবেন।
মিঃ ক্যাস্ট্রো ও প্রেসিডেণ্ট ওবামা ডিসেম্বর মাসে তাদের মধ্যকার ৫ দশকের বৈরীতা অবসানের লক্ষ্য কাজ করার ঘোষণার পর মিঃ ওলন্দ হলেন প্রথম পশ্চিমা নেতা যিনি কিউবা সফর করছেন।