Your browser doesn’t support HTML5
ওভালের মাঠে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ভারতকে ধরাশায়ী করেছে পাকিস্তান। ভিরাট কোহলি টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালে তারা তরুণ ব্যাটসম্যান ফখর জামানের সেঞ্চুরির ওপর ভর করে টুর্নামেন্টের সর্বোচ্চ ৩৩৮ রান করে। ফাইনালে প্লেয়ার অব দি ম্যাচের পুরস্কার পেয়েছেন ফখর জামান। তারপর পাকিস্তানের সিম বোলাররা ভারতের ব্যাটিংয়ে ধস নামান। ১৫৮ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। অর্থাৎ ১৮০ রানে জিতে যায় পাকিস্তান। প্রথম ওভারেই মোহাম্মদ আমির ওপেনার রোহিত শর্মার উইকেট নিয়ে নেন। তৃতীয় ওভারেই তার বলে ধরা পড়েন ভিরাট কোহলি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। হার্দিক পান্ডিয়ার ৭৬ ছাড়া ভারতের কোনো ব্যাটসম্যানই বলার মতো রান পাননি।
খেলার বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ঈউসুফ রহমান বাবু। তার সাথে কথা বলেছেন ভয়েস অফ অ্যামেরিকার আহসানুল হক।
Your browser doesn’t support HTML5