বাংলাদেশের চলমান হিংসাশ্রয়ি অস্থিরতা চলাকালে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে – সাংবাদিকদের সমাবেশ স্থলে আঘাত হানা হয়েছে – সাংবাদিকদের হয়রানি হয়েছে । এ বিষয়ে তদন্ত করে দেখতে আহ্বান জানিয়েছে Committee to protect journalists বা CPJ সংস্থা । বিষয়টি নিয়ে কথা বলছেন ঢাকার ইংরেজি দৈনিক THE NEWS TODAY-র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রিয়াজউদ্দীন আহমদ , আমাদের ঢাকা প্রতিনিধি মতিয়ুর রহমান চৌধুরীর নেওয়া এক সাক্ষাত্কারে ।bangladesh journalists
Your browser doesn’t support HTML5