আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিআইএম পার্টি যে একক ভাবে ক্ষমতায় আসতে পারবে না তা এক প্রকার সাংবাদিক দের মুখোমুখি হয়ে স্বীকার করে নিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দেব। তাই রাজ্যে তৃণমূল কংগ্রেস কে আটকাতে কংগ্রেসের সংগে জোট গড়ার বার্তা দিয়েছেন তিনি। যদিও সিপিআইএমের অন্য নেতৃত্বের এবং বামফ্রন্টের অন্য নেতা দের বক্তব্য এই মত কেবলই গৌতম দেবের নিজস্ব। একই সংগে তিনি বলেন এই মুহূর্তে একক ভাবে ক্ষমতায় আসা সিপিআইএমের পক্ষে সম্ভব নয়।আমরা সেই জন্য সিপিআই(এম এল),এস ইউ সি কে বার্তা দিয়েছি,এবং কংগ্রেসের সংগেও জোটে যেতে পারি বলে বলেও মন্তব্য করেছেন। সিপিআই এমের শীর্ষনেতার এই মন্তব্যে রাজ্য রাজনীতি তে প্রবল আলোড়ণ সৃষ্টি হয়েছে। এদিকে দলীয় এই শীর্ষনেতার বক্তব্য কে কেন্দ্র করে দল এবং বামফ্রন্টের অন্দরে প্রবল প্রতিক্রিয়া তৈরী হয়েছে। দলীয় নেতার খোলাখুলি এই ধরনের কোনো ইঙ্গিত দেওয়ার মতো পরিস্থিতি তৈরী হয় নি বলেও বামফ্রন্টের নেতৃত্বরা জানিয়েছন। Your browser doesn’t support HTML5
|