সিওপি-২৬ 'র প্রেসিডেন্ট অলোক শর্মা শনিবার জানান, গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সিওপি-২৬ 'র জলবায়ু শীর্ষক সম্মেলনে যেসব প্রতিনিধি যোগ দিচ্ছেন, তারা জলবায়ু পৰিৱৰ্তনজনিত ঝুঁকি সামলাতে সবচাইতে ঝুঁকিপূর্ণ দেশগুলিকে প্রতি বছর ১০০০ কোটি ডলার দিতে সম্মত হয়েছেনI
ইতালিতে COP-26 সম্মেলনের আগে একটি অনুষ্ঠানে মি.শর্মা বলেন, ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রাধরে রাখতে আরো কিছু করার জন্য মতৈক্যে পৌঁছানো গেছে, তবে জাতীয় জলবায়ু পরিকল্পনার জন্য যৌথভাবে আরো কিছু করার প্রয়োজন পড়বেI
২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তি, ২০০টি দেশ যে চুক্তিটি বিশ্ব তাপমাত্রাকে ২.০ ডিগ্রি সেলসিয়াসের নিচে বা শিল্প পূর্ববর্তী ১.৫ ডিগ্রির ওপরে রাখার জন্য স্বাক্ষর করেছিল, গ্লাসগো'র COP-26 সম্মেলনের মাধ্যমে দেশগুলি আরো কিছু উচ্চাকাঙ্খী পদক্ষেপ নেবার আশা করছেI