সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে মোকাবিলা করতে তৃণমূল ছাত্র-যুবদের 'মাঠে ময়দানে' নামতে বললেন মমতা

congress-mamta

আজ কলকাতার মেয়ো রোডে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক ঐতিহাসিক ছাত্রসমাবেশের ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে মোকাবিলা করতে তৃণমূল ছাত্র-যুবদের 'মাঠে ময়দানে' নামতে হবে ।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন মেয়ো রোডে সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা রাখতে উঠে প্রথমে ছাত্রছাত্রীদের নিজেদের দায়িত্বের কথা স্মরণ করান তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টাকার পিছনে ছোটা নয়, কাজকেই জীবনের মূলমন্ত্র করার এদিন তিনি নির্দেশ দেন । ছাত্র পরিষদের অন্দরে গোষ্ঠীকোন্দলের বিরুদ্ধে কড়া বার্তা দেন দলনেত্রী। এরপরই ছাত্রপরিষদের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এ দিনে তার ভাষণে বিজেপির দিকে অভিযোগের তীর ছুড়ে দেন , সেই সাথে কেন্দ্রীয় সরকারেরও বিভিন্ন নীতির সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।এদিন বাংলায় জাতীয় নাগরিক পঞ্জির তীব্র বিরোধিতা করে বিজেপির উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, "এখানে বাঘের বাচ্চারা বসে আছে।" তাই বাংলায় বিজেপির এসব অভিসন্ধি খাটবে না।শুধু এনআরসি ইস্যু নয়। ব্যাঙ্ক জালিয়াতি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, টাকার দামের পতন, নোট বাতিল প্রভৃতি বিভিন্ন ইস্যুতে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন হন মমতা বন্দ্যোপাধ্যায়। তোপ দাগেন, সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার করছে বিজেপি। বিভিন্ন ঘটনায় মানুষকে বিভ্রান্ত করছে। মানুষকে সত্যিটা জানতে দেওয়া হচ্ছে না। সত্যিটা মানুষের সামনে তুলে ধরার জন্য এরপরই তিনি ছাত্র-যুবদের বেশি করে ফেসবুক-টুইটার করার নির্দেশ দেন।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।

Your browser doesn’t support HTML5

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।