সহকারী পাইলট স্ব-ইচ্ছায় বিমান দুর্ঘটনা ঘটিয়েছেন, বললেন ফরাসী অভিশংসক

ফ্রান্সের এক অভিশংসক বলেছেন যে আল্পস এলাকায় বিধ্বস্থ হওয়া যাত্রী বিমানটির সহকারী পাইলট বিমানটি ধ্বংস করতে সতর্ক প্রচেষ্টা চালিয়েছিলেন।

জাতীয় অভিশংসক ব্রিস রবিন (Brice Robin) বলেন ২৮ বছর বয়সী সহকারী পাইলট এ্যন্দ্রিস লুবিটজ (Andreas Lubitz), মূল পাইলটকে বের করে দিয়ে এয়ারবাস A320 এর নিয়ন্ত্রন নিয়ে, ককপিটে একা নিজেকে তালাবদ্ধ করেন। অভিশংসক বলেন এরপর লুবিটজ ৭০০ কিলোমিটার বেগে চলমান বিমানটি থেকে অবতরণ প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করেন এবং বিমানটি দক্ষিন ফ্রান্সের প্রত্যন্ত তুষারাবৃত পাহাড়ে বিধ্বস্থ হয়। বিমানে থাকা ১৫০ জনের সকলেই নিহত হন।

রবিন সংবাদ সম্মেলনে বলেন অবতরণ করা উচিৎ ছিল অত্যন্ত সতর্কভাবে। সকল অবস্থাতেই তা অত্যন্ত সতর্ক হওয়া উচিৎ।

তিনি বলেন এখানে আপাতত সন্ত্রাসী আক্রমনের সন্দেহ নেই; তবে ঐ লোকটির উদ্দেশ্য কি ছিল অবস্থার পরিপ্রেক্ষিতে তা পরীক্ষা করা হচ্ছে।

রবিন বলেন বিমানটির সাউন্ডবক্সে শেষ মুহুর্তে রেকর্ড হওয়া শব্দ শুনে তদন্তকারীরা বলেছেন ককপিটের তালাবদ্ধ দরজায় ক্যাপ্টেনের পক্ষ থেকে আঘাত করার শব্দ পাওয়া গেছে। পাইলটের নাম এখনও প্রকাশ করা হয়নি।

রবিন বলেন লুবিটজ তখন দরজা খুলতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তখন এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১৪৪ জন যাত্রী ও ৬জন ক্রু নিয়ে বিমানটি স্পেনের বার্সিলোনা থেকে জার্মানীর ডুসেলডর্ফ শহরে যাচ্ছিল।