জলবায়ু পরিবর্তন রোধে ব্যাবস্থা গ্রহনের দাবীতে শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে পিপল’স ক্লাইমেট মার্চ শিরোনামে বিশাল সমাবেশ। জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেয়া আদেশের প্রতিবাদেই মূলত এই সমাবেশ এবার। শনিবারের পিপলস ক্লাইমেট মার্চে প্রায় এক হাজারের মতো সংগঠন যোগ দেবে তাদের কর্মীদের নিয়ে। বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক, বেন নামে অধিক পরিচিত সংগঠনটির কর্মীরাও যোগ দিচ্ছেন শনিবারের সমাবেশে।তৌহিদুল ইসলাম সরাসরি জানাচ্ছেন সেখান থেকে।
Your browser doesn’t support HTML5