পূর্ব জেরুজালেমে ইস্রায়েলী পুলিশ এবং শোকার্ত বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

পূর্ব জেরুজালেমে হাজার হাজার ফিলিস্তিনী এক কিশোরের অন্তষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য সমাবেত হয়েছে। এই হত্যাকান্ড প্রতিশোধ মূলক বলে সন্দেহ করা হচ্ছে। এই হত্যাকে কেন্দ্র করে পূর্ব জেরুজালেমে ক্রুদ্ধ জনতা দুদিন বিক্ষোভ করে।

শুক্রবার ইস্রায়েলী পুলিশ এই অন্তষ্টিক্রিয়ায় অংশগ্রহনকারী শোকার্ত বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

পরিবার এবং বন্ধু-বান্ধব মোহাম্মদ আবু খুদায়েরকে আরব অধ্যুষিত সুয়াফত এলাকার গোরস্তানে কবর দেয়।

অজ্ঞাতনামা কিছু অপহরণকারী বুধবার মোহাম্মদ আবু খুদায়েরকে জোর করে গাড়ীতে তুলে নিয়ে যায় এবং এর প্রায় ঘন্টা খানেকের মধ্যে জেরুযালেমের বনাঞ্চলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ইস্রায়েলী কর্তৃপক্ষ বলছে, তারা তদন্ত করে দেখছে ইস্রায়েলী যে তিন কিশোরকে যে আগে হত্যা করা হয়েছে এটা তারই প্রতিশোধ ছিল কি না।