যে কোনো ভোটের সময় নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। এবার ৩ সিটির নির্বাচনেও এ বাত্যয় ঘটেনি। সবাই বলছেন ঢাকাকে আধুনিক নগরীতে পরিণত করা হবে। অথচ আন্তর্জাতিক বাসযোগ্য নগরীর তালিকায় ঢাকার অবস্থান অনেক নীচে। শুনুন মতিউর রহমান চৌধুরির রিপোর্ট।
Your browser doesn’t support HTML5