হিউস্টানের চীনা কনসুলেট বন্ধ করার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

US Chinese Consulate Fire

আজ বুধবার খুব সকালে পররাষ্ট্র বিভাগের মুখপাত্রী মর্টান অর্টেগাসের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে আমেরিকার ধী-সম্পদ এবং একান্ত তথ্যগুলোর সুরক্ষার জন্য কনসুলেট বন্ধ করার এই আদেশ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনের কনসুলার দপ্তর বন্ধ করার আদেশ দিয়েছে। আজ বুধবার খুব সকালে পররাষ্ট্র বিভাগের মুখপাত্রী মর্টান অর্টেগাসের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে আমেরিকার ধী-সম্পদ এবং একান্ত তথ্যগুলোর সুরক্ষার জন্য কনসুলেট বন্ধ করার এই আদেশ দেয়া হয়েছে। অর্টেগাস বলেন যুক্তরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী চীন দ্বারা আমাদের সার্বভৌমত্ব লংঘন এবং আমাদের জনগণকে ভয়-ভীতি দেখানো সহ্য করবে না ঠিক যেমন আমরা চীনের অন্যায় বানিজ্য , আমেরিকান কাজ চুরি করা এবং বাজে ব্যবহার সহ্য করিনি। চীনকে ঐ কনসুলেট বন্ধ করার জন্য শুক্রবার পযন্ত সময় দেয়া হয়েছে।

ও দিকে বেঈজিং এ চীনা পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন সংবাদদাতাদের বলেছেন যে হিউস্টন কসনুলেট বন্ধ করার এই আদেশ চীনের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকান্ডের অস্বাভাবিক প্রকাশ । তিনি চীনের কুটনৈতিক ও কনসুলেট কর্মীদের হয়রানি এবং চীনা ছাত্রছাত্রীদের ভয় দেখানো , জিজ্ঞাসাবাদ করা , তাদের ব্যক্তিগত বৈদ্যুতিক সাজ সরঞ্জাম বাজেয়াপ্ত করা এমন কী তাদের আটক করার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। ওয়াং সতর্ক করে দেন ট্রাম্প প্রশাসন যদি এই মনোভাব পরিবর্তন না করে তা হলে চীন ও পাল্টা ব্যবস্থা নেবে।

এ দিকে এই আদেশ দেয়ার কয়েক ঘন্টা পর হিউস্টানের স্থানীয় টেলিভিশনে দেখা গেছে কনসুলেটের ভেতর থেকে আগুনের ধোঁয়া বেরুতে এবং বাইরে দমকল বাহিনীর ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হিউস্টানের পুলিশ বলছে কনসুলেট কর্মীরা সে স্থান ত্যাগ করার আগে খোলা পাত্রে নথিপত্র পুড়িয়ে ফেলছে।